মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:
উত্তরা ইপিজেডের এভারগ্রীন প্রোডাক্টস বিডি লিমিটেডের শ্রমিক ছাইদুল ইসলাম সাইফুল ও তার বাবার মুক্তির দাবিতে নীলফামারীতে সড়ক অবরোধ ও জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারের (এসপি) কার্যালয় ঘেরাও করেছেন শ্রমিকরা। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
বেলা সাড়ে ১২টার দিকে কয়েক শত শ্রমিক মিছিল নিয়ে নীলফামারী শহরের ডিসি অফিস-সার্কিট হাউস সড়কে অবস্থান নেন। এ সময় তারা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও করে স্লোগান দিতে থাকেন। প্রায় দুই ঘণ্টা ওই সড়কে যান চলাচল বন্ধ থাকে।
পরে দুপুর দেড়টার দিকে আদালত কারাগারবন্দি শ্রমিক সাইফুল ও তার বাবাকে জামিনে মুক্তি দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেন। এরপর যান চলাচল স্বাভাবিক হয়।
গত ১২ সেপ্টেম্বর সকালে স্ত্রীকে আনতে ইপিজেডে গিয়ে নিখোঁজ হন শ্রমিক সাইফুল। তার বাবা শফিকুল ইসলাম ওইদিনই সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরদিন ১৩ সেপ্টেম্বর রাতে সৈয়দপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে কর্দমাক্ত অবস্থায় সাইফুলকে উদ্ধার করে পুলিশ।
জিজ্ঞাসাবাদে সাইফুল জানান, শ্রমিক অসন্তোষকে পুঁজি করে মালিক পক্ষের কাছে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে তিনি আত্মগোপনে গিয়েছিলেন। এ ঘটনায় সহযোগিতার অভিযোগে সাইফুল ও তার বাবাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে বুধবার সকালে শ্রমিকরা ইপিজেড এলাকায় বিক্ষোভে নামেন। পুলিশ তাদের সেখান থেকে সরালে তারা মিছিল নিয়ে শহরে প্রবেশ করেন এবং ডিসি অফিসের সামনে সড়ক অবরোধ ও প্রশাসনিক কার্যালয় ঘেরাও করেন।
অবরোধ প্রত্যাহারের পর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রশাসন, রাজনৈতিক দলের প্রতিনিধি ও শ্রমিক নেতাদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে শ্রমিকদের উত্থাপিত যৌক্তিক দাবি বিবেচনার আশ্বাস দেওয়া হয়। শ্রমিকরা জানান, বৃহস্পতিবার থেকে তারা কাজে যোগ দেবেন।