১৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৬শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

মুরাদনগরে বিশেষ অভিযানে ১৯৫০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোহাম্মদ সাদেকুল ইসলাম, মুরাদনগর প্রতিনিধি:

কুমিল্লার মুরাদনগর থানা পুলিশ বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর ২০২৫ খ্রি.) ভোর রাত আনুমানিক ৩টা ৫০ মিনিটের দিকে মুরাদনগর থানার এসআই (নিরস্ত্র) মোঃ জালাল উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকদ্রব্য, অবৈধ অস্ত্র ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন। এসময় গোপন সংবাদের ভিত্তিতে নবীপুর (পশ্চিম) ইউনিয়নের অন্তর্গত নিমাইকান্দি এলাকা থেকে ১ হাজার ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

অভিযানে শিল্পী আক্তার (৩৮) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তিনি নজরুল ইসলামের স্ত্রী ও কুমিল্লার হোমনা থানার মনিপুর গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি মুরাদনগর উপজেলার নিমাইকান্দি এলাকায় বসবাস করছিলেন।

গ্রেফতারের পর তার বিরুদ্ধে মুরাদনগর থানায় মামলা নং-০৬, তারিখ-১৭ সেপ্টেম্বর ২০২৫ খ্রি., ধারা- ৩৬(১) সারণির ১০(ক), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর আওতায় মামলা রুজু করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top