২১শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ১লা রজব, ১৪৪৭ হিজরি

বুয়েট ছাত্রী সনি হত্যা মামলার আসামি টগর গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি:

বুয়েট শিক্ষার্থী সাবেকুন নাহার সনি হত্যা মামলার আসামি মো. মুশফিক উদ্দীন টগরকে (৫০) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল ফায়েজুল আরেফীন জানান, লালবাগ থানার আজিমপুর এলাকা থেকে মুশফিক উদ্দীন টগরকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের সময় তার কাছ থেকে একটি রিভলবার ও ১৫৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

র‌্যাবের এই কর্মকর্তা জানান, এ বিষয়ে বিস্তারিত তথ্য শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে কারওয়ান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হবে।

২০০২ সালে বুয়েট ক্যাম্পাসে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হন সাবেকুন নাহার সনি। মুশফিক উদ্দীন টগর এ হত্যাকাণ্ডের অন্যতম আসামি।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top