১৯শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৭শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

লালমনিরহাটে তামাক ভর্তি ট্রাক থেকে গাঁজা উদ্ধার

রবিউল ইসলাম বাবুল, রংপুর প্রতিনিধিঃ

লালমনিরহাটের ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানির তামাকবাহী একটি ট্রাক থেকে গাঁজাসহ ওহিদুল বিশ্বাস (৫০), তরিকুল ইসলাম (৩৮) ও শাবান আলী (৪৮) নামে তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে রংপুর, র‍্যাব-১৩।

‎বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে র‍্যাব-১৩ এর সুবেদার আফিল উদ্দিন (বিজিবি) বাদী হয়ে লালমনিরহাট সদর থানায় সংশ্লিষ্ট মাদক আইনে একটি মামলা দায়ের করেন।

এর আগে, বুধবার (১৭ সেপ্টেম্বর)গভীর রাতে সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের তিস্তা সড়ক সেতুর টোল প্লাজার উত্তর পার্শ্বে অভিযান চালিয়ে তামাকবাহী ট্রাকে গাঁজাসহ তাদের তিনজনকে আটক করা হয়।

‎আটককৃত ওহিদুল ইসলাম কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার গঙ্গারামপুর এলাকার চাঁদালী বিশ্বাসের ছেলে, তরিকুল ইসলাম একই উপজেলার মীরের পাড়া এলাকার মৃত রবকুল ইসলামের ছেলে ও শাবান আলী একই উপজেলার তারাগনিয়া এলাকার মৃত আজিম উদ্দিন মন্ডলের ছেলে।

‎রংপুর র‍্যাব-১৩ দেওয়া অভিযোগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রংপুর র‍্যাব-১৩ এর একটি টিম তিস্তা সড়ক সেতুর টোল প্লাজার উত্তর পার্শ্বে ওই তামাকভর্তি ট্রাকে অভিযান চালায়। এ সময় ট্রাকে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটককৃতরা দীর্ঘদিন ধরে তামাক পরিবহনের আড়ালে মাদক পাচার করে আসছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।

‎স্থানীয় সূত্র জানায়, বহুজাতিক প্রতিষ্ঠান ব্রিটিশ টোবাকো কোম্পানির সরবরাহকৃত তামাক পরিবহনের ট্রাকের মাধ্যমেই মাদক পরিবহন করা হচ্ছিল।এভাবে প্রায় তামাকের ট্রাকের আড়ালে মাদক পাচার করা হয়ে থাকে বলেও জানিয়েছেন তারা। জেলার প্রভাবশালী ব্যবসায়ী লাল মিয়া এই তামাক ব্যবসার মূল মালিক হওয়ায় পুরো ঘটনায় তার নামও উঠে এসেছে। তবে পুলিশ বলছে, বিষয়টি তদন্তাধীন রয়েছে।

‎লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরন্নবী জানান, আটককৃত তিনজনের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি তামাকবাহী ট্রাকে মাদক পরিবহনের পেছনে কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ টাকা।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top