১৯শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৭শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

কোনো জোটে যাবে না এনসিপি, আন্দোলনে জামায়াতকেও নাকচ করলেন নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিনিধি:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, এনসিপি কোনো জোটে যাবে না। নিজস্ব অবস্থান থেকে রাজনীতি করবে দলটি। জামায়াতের সঙ্গে কোনো আন্দোলনেও তারা যাবে না বলে স্পষ্ট জানিয়ে দেন তিনি।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে দলের সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, “জামায়াত সংসদের উভয়পক্ষে পিআর পদ্ধতি চায়, কিন্তু এনসিপি কেবল উচ্চকক্ষে পিআরের পক্ষে। জাতীয় পার্টিসহ আওয়ামী লীগের দোসরদের নিষিদ্ধের বিষয়ে আমাদের অবস্থানও পরিষ্কার।”

তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, জাতীয় ও গণপরিষদ নির্বাচনের প্রস্তুতি নিতে হবে। নির্বাচনের আগে গণহত্যায় জড়িতদের বিচার নিশ্চিত করতে হবে। আওয়ামী লীগের বিরুদ্ধে গ্রাম পর্যায়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং জাতীয় পার্টিসহ ফ্যাসিবাদের দোসরদের রাজনীতি নিষিদ্ধ করতে হবে।

নাহিদ ইসলাম আরও বলেন, দুর্নীতির বিরুদ্ধে এনসিপির অবস্থান ‘জিরো টলারেন্স’। তৃণমূল পর্যায়ে দুর্নীতি বিরোধী সচেতনতা তৈরির জন্য তারা দেশব্যাপী কাজ করবে। শিগগিরই নতুন সংবিধানসহ এনসিপির ২৪ দফা কর্মসূচি উপজেলা পর্যায়ে বাস্তবায়নের ঘোষণা দেওয়া হবে।

সমন্বয় সভায় এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য, অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং জেলা, মহানগর, উপজেলা ও থানা কমিটির সমন্বয়কারীরা উপস্থিত ছিলেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top