২৩শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ১লা রবিউস সানি, ১৪৪৭ হিজরি

বাংলাদেশসহ নয় দেশের পর্যটন ও কর্ম ভিসায় অস্থায়ী নিষেধাজ্ঞা দিল আমিরাত

নিজস্ব প্রতিনিধি:

সংযুক্ত আরব আমিরাত (ইউএই) বাংলাদেশসহ নয়টি দেশের ওপর পর্যটন ও কর্ম ভিসায় অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছে। ২০২৬ সালের জানুয়ারি থেকে এই নির্দেশনা কার্যকর হবে। একইসঙ্গে ব্যবসায়িক উদ্দেশ্যে প্রবেশ করতে চাইলেও ওই দেশগুলোর নাগরিকরা নিষেধাজ্ঞার আওতায় পড়বেন।

ইউএই’র অভিবাসন কর্তৃপক্ষের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশগুলো হলো—আফগানিস্তান, লিবিয়া, ইয়েমেন, সোমালিয়া, লেবানন, বাংলাদেশ, ক্যামেরুন, সুদান ও উগান্ডা। নিরাপত্তাজনিত উদ্বেগ, ভূ-রাজনৈতিক সম্পর্ক এবং কোভিড-১৯ মহামারির মতো বিষয়কে এই নিষেধাজ্ঞার কারণ হিসেবে উল্লেখ করা হলেও বিস্তারিত ব্যাখ্যা দেয়নি আমিরাত সরকার।

বর্তমানে এই তালিকাভুক্ত কয়েকটি দেশকে ভিসার সুযোগ দেওয়া হলেও ২০২৬ সালের জানুয়ারি থেকে সেই সুযোগও বাতিল হয়ে যাবে। এরপর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলে নিশ্চিত করেছে ইউএই কর্তৃপক্ষ।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top