২৩শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ১লা রবিউস সানি, ১৪৪৭ হিজরি

জনপ্রশাসন সচিব মোখলেস উর রহমানকে পরিকল্পনা কমিশনে বদলি

নিজস্ব প্রতিনিধি:

চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমানকে পরিকল্পনা কমিশনের সদস্য (সিনিয়র সচিব) হিসেবে বদলি করা হয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

অন্যদিকে পরিকল্পনা কমিশনের সদস্য সচিব মো. রুহুল আমীনকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। এজন্য আলাদা প্রজ্ঞাপনও জারি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নতুন জনপ্রশাসন সচিব হিসেবে কাউকে নিয়োগ দেওয়া হয়নি।

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ২৮ আগস্ট মোখলেস উর রহমানকে দুই বছরের চুক্তিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব করা হয়। তিনি এর আগে অতিরিক্ত সচিব হিসেবে চাকরি থেকে অবসর নিয়েছিলেন।

পরে তার বিরুদ্ধে ডিসি নিয়োগে অর্থ লেনদেনের অভিযোগ উঠে এবং একটি জাতীয় দৈনিকে এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হয়। এ বিষয়ে তিন উপদেষ্টার নেতৃত্বে তদন্ত কমিটিও করা হয়েছিল, তবে তদন্তের ফলাফল আর প্রকাশ করা হয়নি।

এছাড়া বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে ‘ষড়যন্ত্রমূলক জিয়া অরফানেজ ট্রাস্ট’ মামলার মূল ব্যক্তি হিসেবে মোখলেস উর রহমানের নাম আসে। গত ১৭ মার্চ একটি সাপ্তাহিক পত্রিকায় এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ হয়। এরপর ২৫ মে তার সঙ্গে দুদকের সাবেক তিন চেয়ারম্যানের বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়। অভিযোগে বলা হয়, তারা খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে মিথ্যা মামলা সৃষ্টি করেছিলেন। বর্তমানে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) মামলাটির তদন্ত করছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top