নিজস্ব প্রতিনিধি:
ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া। রোববার (২১ সেপ্টেম্বর) পৃথক বিবৃতির মাধ্যমে তিন দেশই এই সিদ্ধান্তের ঘোষণা দেয়।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এক ভিডিওবার্তায় বলেন, “শান্তি প্রতিষ্ঠা ও দ্বি-রাষ্ট্র সমাধানের আশা পুনরুজ্জীবিত করতে আজ আমি স্পষ্টভাবে জানাচ্ছি—যুক্তরাজ্য আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে।”
একই দিনে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এক বিবৃতিতে বলেন, “বর্তমান ইসরাইলি সরকার পরিকল্পিতভাবে কাজ করছে যাতে কোনোদিনও একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠিত না হয়। পশ্চিম তীরে তাদের অব্যাহত বসতি সম্প্রসারণ আন্তর্জাতিক আইনের অধীনে অবৈধ। গাজায় ধারাবাহিক হামলায় লক্ষাধিক বেসামরিক মানুষ নিহত হয়েছে, কোটি মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং ভয়াবহ দুর্ভিক্ষ তৈরি হয়েছে।” তিনি আরও যোগ করেন, “এই পরিস্থিতিতে কানাডা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে এবং ইসরাইল ও ফিলিস্তিন উভয়ের জন্য শান্তিপূর্ণ ভবিষ্যৎ গড়ে তুলতে অংশীদার হওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে।”
এদিকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এবং পররাষ্ট্রমন্ত্রী পেনি ওয়ং এক যৌথ বিবৃতিতে জানান, ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার এই পদক্ষেপ যুক্তরাজ্য ও কানাডার সঙ্গে সমন্বিত একটি আন্তর্জাতিক উদ্যোগ, যা দ্বি-রাষ্ট্র সমাধানের জন্য নতুন গতি সৃষ্টির লক্ষ্যে নেওয়া হয়েছে।