২৩শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ১লা রবিউস সানি, ১৪৪৭ হিজরি

এনসিপি ও গণঅধিকার পরিষদের একীভূত হওয়া নিয়ে ইতিবাচক আলোচনা চলছে

নিজস্ব প্রতিনিধি:

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও গণঅধিকার পরিষদের একীভূত হওয়ার বিষয়ে ইতিবাচক আলোচনা চলছে বলে জানিয়েছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান। রোববার (২১ সেপ্টেম্বর) রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।

রাশেদ খান লিখেছেন, গণঅধিকার পরিষদ ও এনসিপি একীভূত হওয়ার ব্যাপারে ইতিবাচক আলোচনা চলছে। তবে এই প্রক্রিয়াকে ভেস্তে দেওয়ার চেষ্টাও চলছে। তার মতে, তারুণ্য যদি ঐক্যবদ্ধ হয়, তবে বাংলাদেশের রাজনীতিতে নতুন শক্তির উত্থান ঘটবে। তাই সংশ্লিষ্ট সবার মধ্যেই এই উপলব্ধি থাকা প্রয়োজন। সম্পর্ক গড়ে ওঠে কাছাকাছি আসা ও বোঝাপড়ার মাধ্যমে, আর সেটিকে এগিয়ে নিতে হয় পারস্পরিক ছাড় দেওয়ার ভিত্তিতে।

তিনি আরও লেখেন, দুটি দলের মধ্যে যে সম্পর্ক তৈরি হচ্ছে, সেটি বাস্তবায়নের দায়িত্ব উভয় দলের নেতাকর্মীদের ওপর। যদি সবাই দায়িত্বশীল আচরণ না করে, তবে বহু মানুষের স্বপ্ন ক্ষতিগ্রস্ত হবে। এনসিপি গঠনের আগেও ঐক্য প্রক্রিয়ার প্রচেষ্টা ছিল, আবারও তা আলোচনায় এসেছে। এবারও বাস্তবায়ন না হলে জনগণ সব পক্ষকেই ধোঁকাবাজ মনে করবে।

তার ভাষায়, ন্যায্যতা ও সাম্যের ভিত্তিতে একীভূত হওয়ার বিষয়ে গণঅধিকার পরিষদ অত্যন্ত ইতিবাচক অবস্থান নিয়েছে। পাশাপাশি তিনি দল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করার ক্ষেত্রে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন।

যদিও পরে তিনি এই পোস্ট এডিট করে ভিন্ন রূপে উপস্থাপন করেন। একই পোস্টের দুটি রূপই নিচে তুলে ধরা হলো-

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top