২৩শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ১লা রবিউস সানি, ১৪৪৭ হিজরি

নারায়ণগঞ্জে ময়লার ভাগাড় থেকে পাঁচ বস্তা এনআইডি কার্ড উদ্ধার, ব্যবস্থা নিতে নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

নিজস্ব প্রতিনিধি:

নারায়ণগঞ্জে ময়লার ভাগাড় থেকে পাঁচ বস্তা ভর্তি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কার্ড উদ্ধার হওয়া ঘটনায় নির্বাচন কমিশন কী ব্যবস্থা নেয় তা জানাতে জেলা প্রশাসককে (ডিসি) নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (২২ সেপ্টেম্বর) বিকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ নির্দেশনার কথা জানান।

রোববার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে ফতুল্লা স্টেডিয়াম এলাকা থেকে পাঁচ বস্তা এনআইডি কার্ড, বিপুল সংখ্যক পোলিং অফিসারের কার্ড এবং সিলমোহর উদ্ধার করে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি সাদা গাড়িতে করে কয়েকজন ব্যক্তি এসে এসব বস্তা ফেলে যায়। স্থানীয়দের সন্দেহ হলে বস্তা খুলে এনআইডি কার্ড ও নির্বাচনি সরঞ্জাম দেখতে পান। পরে পুলিশ ও নির্বাচন অফিসের কর্মকর্তারা ঘটনাস্থল থেকে এগুলো উদ্ধার করে নারায়ণগঞ্জের নির্বাচন কমিশন কার্যালয়ে নিয়ে যান।

জেলা নির্বাচন অফিসার আলমগীর হোসেন জানান, উদ্ধারকৃত সব এনআইডি কার্ড ও সরঞ্জামাদি গাজীপুর সদর এলাকার। এগুলো হেফাজতে রাখা হয়েছে এবং বিষয়টি লিখিতভাবে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কর্তৃপক্ষের নির্দেশ পেলেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ফতুল্লা মডেল থানার ওসি শরিফুল ইসলাম বলেন, সদর উপজেলা নির্বাচন অফিসার এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শহরের পূজামণ্ডপ পরিদর্শন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে বিভিন্ন সংস্থার সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি জেলা প্রশাসককে নির্দেশ দেন, পরিত্যক্ত এনআইডি কার্ড, পোলিং অফিসারের কার্ড ও সিলমোহর বিষয়ে নির্বাচন কমিশন কী পদক্ষেপ নেয় তা দ্রুত জানাতে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top