মোঃ হাচান আল মামুন দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:
খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা থানার পুলিশ বিশেষ অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর ২০২৫) রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের সময় দীঘিনালা থানার এসআই (নিঃ) মোঃ হারুন অর রশিদ সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে রশিকনগর এলাকায় অভিযান পরিচালনা করেন।
এ সময় রশিকনগরস্থ নিজ বসতবাড়ি থেকে এসটি-২৬/২০, জিআর-১১৯/১৮ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোঃ ফজর আলী (পিতা–আলাল খাঁ) -কে গ্রেফতার করা হয়।
পরে গ্রেফতারকৃত আসামিকে আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এ প্রসঙ্গে দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাকারিয়া জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আদালতের দেওয়া যাবজ্জীবন সাজার রায় কার্যকর করা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে শান্ত ও স্বাভাবিক রয়েছে।