২৩শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ১লা রবিউস সানি, ১৪৪৭ হিজরি

আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করলেন ডাকসু ভিপি সাদিক কায়েম

নিজস্ব প্রতিনিধি:

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করেছেন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সিনেট ভবনের সামনে তিনি এ ঘোষণা দেন।

সাদিক কায়েম বলেন, প্রধান উপদেষ্টার সফরসঙ্গীর ওপর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা সন্ত্রাসী হামলা চালিয়েছে। এ হামলার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, গত এক বছরে বারবার বলা হয়েছে যে, বাংলাদেশে যারা ফ্যাসিবাদ কায়েম করেছে, জুলাইতে গণহত্যা চালিয়েছে এবং ক্যাম্পাসে নির্যাতন-নিপীড়ন করেছে তাদের বিচার করতে হবে।

তিনি আরও বলেন, গত ১৬ বছরে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগসহ তাদের দোসরদের মাধ্যমে যে হত্যাকাণ্ড ও গণহত্যা সংঘটিত হয়েছে তার বিচার অবশ্যই হতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ডাকসু আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করছে।

উল্লেখ্য, প্রধান উপদেষ্টার সঙ্গে নিউইয়র্ক সফরে গিয়ে বিমানবন্দরে ডিম নিক্ষেপের শিকার হন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন এবং দলটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেও এ সময় গালমন্দ করা হয়। যুক্তরাষ্ট্রে অবস্থানরত আওয়ামী লীগের সমর্থকেরা গতরাতে এ ঘটনা ঘটায়।

এ ঘটনায় রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এর প্রতিবাদে এনসিপি কর্মসূচি ঘোষণা করেছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top