২৩শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ১লা রবিউস সানি, ১৪৪৭ হিজরি

মির্জা ফখরুলের বক্তব্যের নিন্দায় জামায়াত, বিএনপির দাবি সাক্ষাৎকার ভুলভাবে উপস্থাপিত

নিজস্ব প্রতিনিধি:

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাম্প্রতিক বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) এক বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এ প্রতিক্রিয়া জানান।

গোলাম পরওয়ার বলেন, ভারতের কলকাতা থেকে প্রকাশিত দৈনিক ‘এই সময়’-এ দেওয়া এক সাক্ষাৎকারে মির্জা ফখরুল জামায়াত সম্পর্কে অসত্য, অমর্যাদাকর ও প্রতিহিংসাপরায়ণ মন্তব্য করেছেন। একজন অভিজ্ঞ রাজনীতিবিদ হিসেবে এমন বক্তব্য বিশ্বাস করা কঠিন। এই মন্তব্যের সঙ্গে সত্য ও শিষ্টাচারের কোনো মিল নেই। যদি এ বক্তব্য সত্যিই তার হয়ে থাকে, তবে এর তীব্র নিন্দা জানাচ্ছি।

তিনি আরও বলেন, বিএনপি মহাসচিব যদি সত্যিই এমন অভিযোগ করে থাকেন, তবে প্রমাণ দিতে হবে যে জামায়াত কার কাছে আসন দাবি করেছে। প্রমাণ দিতে ব্যর্থ হলে জনসমক্ষে দুঃখ প্রকাশ করতে হবে। জামায়াত নিজস্ব নেতৃত্বে পরিচালিত হয়, কারো কাছে আসন চাওয়ার রাজনীতির সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। ফখরুলের ব্যবহৃত ভাষাকে তিনি তাচ্ছিল্যপূর্ণ আখ্যা দিয়ে এর বিচার জনগণের ওপর ছেড়ে দেন।

বিবৃতিতে গোলাম পরওয়ার বলেন, জামায়াতের রাজনীতি দেশ ও জনগণের কল্যাণের জন্য, আর আল্লাহর সন্তুষ্টিই দলের চূড়ান্ত লক্ষ্য। আমরা জনগণের ওপর আস্থা রাখি এবং মহান রবের করুণাতেই ভরসা করি। ভবিষ্যতে অসত্য ও বিভ্রান্তিকর মন্তব্য করা থেকে বিরত থাকতে বিএনপি মহাসচিবের প্রতি আহ্বান জানান তিনি।

অন্যদিকে, বিএনপি দাবি করেছে যে ‘এই সময়’ পত্রিকায় মির্জা ফখরুলের সাক্ষাৎকার ভুলভাবে উপস্থাপিত হয়েছে। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, বিএনপি মহাসচিব কোনোভাবেই এ ধরনের মন্তব্য করেননি। ভারতের দৈনিক ‘এই সময়’-এ প্রকাশিত সাক্ষাৎকার বিভ্রান্তিকরভাবে পরিবেশিত হয়েছে এবং বাংলাদেশের গণমাধ্যমে ভিন্ন ভিন্ন শিরোনামে তা প্রচার করা হয়েছে, যা সম্পূর্ণ ভুল ও বিভ্রান্তিকর।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top