২৩শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ১লা রবিউস সানি, ১৪৪৭ হিজরি

কোতোয়ালি থানার অভিযানে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ১

মোঃ সাজেল রানা, ভ্রাম্যমাণ প্রতিনিধি:

আরপিএমপি, কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দেশীয় অস্ত্রসহ একজন যুবককে আটক করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

অদ্য সোমবার (২৩ সেপ্টেম্বর ২০২৫) বিকাল অনুমান ৪.৩০ ঘটিকার দিকে কোতোয়ালী থানার ধাপ পুলিশ ফাঁড়ির এসআই (নিরস্ত্র) মোঃ জিয়াউর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান চালিয়ে লেক ভিউ আবাসিক এলাকার গেট সংলগ্ন সড়ক থেকে রহিদ ইসলাম ওরফে রোলেক্স (৩১) নামে এক অস্ত্রধারীকে আটক করেন।

গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযানে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে রোলেক্স পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। এসময় তার কোমর থেকে একটি বড় ছুরি (২৪ ইঞ্চি) ও একটি চাপাতি (১৩.৫ ইঞ্চি) উদ্ধার করা হয়।

পরে ঘটনাস্থলেই উপস্থিত সাক্ষীদের সামনে অস্ত্রগুলো জব্দ করা হয় এবং এসআই জিয়াউর রহমান বাদী হয়ে কোতোয়ালী থানায় মামলা দায়ের করেন। মামলা নং-২৬, তারিখ-২৩/০৯/২০২৫, ধারা ১৯(এফ), Arms Act 1878 অনুযায়ী মামলা রুজু করা হয়।

গ্রেপ্তারকৃত রহিদ ইসলাম @ রোলেক্স রংপুর মহানগরীর কেল্লাবন্দ সিওবাজার এলাকার মোহাম্মদ আলী জিন্নাহর ছেলে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top