২৬শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ৪ঠা রবিউস সানি, ১৪৪৭ হিজরি

সৌদি আরবের নতুন গ্র্যান্ড মুফতি শায়খ ড. সালেহ আহমদ বিন হুমাইদ

আন্তর্জাতিক ডেস্ক:

সৌদি আরবের গ্র্যান্ড মুফতি হিসেবে নিয়োগ পেয়েছেন মসজিদুল হারামের প্রধান ইমাম ও খতিব শায়খ ড. সালেহ আহমদ বিন হুমাইদ।

মঙ্গলবার পূর্ববর্তী গ্র্যান্ড মুফতি ড. আবদুল আজিজ বিন আবদুল্লাহ আল শায়খের ইন্তেকালের পরই তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করা হয়। আল আরাবিয়ার খবরে বলা হয়েছে, এ বিষয়ে সৌদির রাজকীয় আদালত শিগগিরই বিস্তারিত তথ্য প্রকাশ করবে।

গ্র্যান্ড মুফতি হওয়ার আগে শায়খ সালেহ বিন হুমাইদ মসজিদুল হারাম ও মসজিদে নববির ইমাম ও খতিবদের তত্ত্বাবধায়ক প্রতিষ্ঠান ‘প্রেসিডেন্সি অ্যাফেয়ার্স’ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করেছেন। তিনি ২০২৫ সালের হজের খুতবাও প্রদান করেছিলেন।

শায়খ সালেহ বিন হুমাইদ সৌদি আরবের কাউন্সিল অব সিনিয়র স্কলার্স-এর সদস্য এবং মসজিদুল হারামের প্রবীণ ইমাম। দীর্ঘদিন ধরে তিনি ইসলামি জ্ঞানচর্চা, প্রজ্ঞা এবং বিচার বিভাগীয় নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন।

তার প্রজ্ঞাপূর্ণ চিন্তাভাবনা, বক্তৃতা এবং গভীর অন্তর্দৃষ্টি তাকে মুসলিম বিশ্বের কাছে বিশেষ মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top