২৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ফার্মগেট ও শেরেবাংলা নগর থেকে নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৩৫ জন আটক

নিজস্ব প্রতিনিধি:

রাজধানীর ফার্মগেট ও শেরেবাংলা নগর এলাকায় মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের অন্তত ৩৫ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে ফার্মগেটের আনন্দ সিনেমা হল এলাকা এবং শেরেবাংলা নগরের মূল সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান জানান, দুপুরে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পাওয়ার পর দ্রুত অভিযান চালিয়ে ৩০ থেকে ৩৫ জনকে আটক করা হয়েছে।

তিনি আরও জানান, মিছিলের প্রস্তুতি নেওয়া স্থানগুলোতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top