২৬শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ৪ঠা রবিউস সানি, ১৪৪৭ হিজরি

ব্যাংককে ভয়াবহ সড়কধস, বিশাল সিঙ্কহোলে তলিয়ে গেল তিনটি যানবাহন

আন্তর্জাতিক ডেস্ক:

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে হঠাৎ সড়কের মাটি ধসে তৈরি হওয়া বিশাল এক সিঙ্কহোলে তিনটি যানবাহন তলিয়ে গেছে। এ ঘটনায় ভাজিরা হাসপাতাল খালি করে রোগী ও আশপাশের বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে স্থানীয় সময় প্রায় ৭টার দিকে রাজধানীর দুডসিত জেলার সামসেন রোডে, ভাজিরা হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। রয়্যাল থাই পুলিশ (আরটিপি) জানিয়েছে, ধসে পড়া গর্তটির আকার প্রায় ৩০ বাই ৩০ মিটার এবং গভীরতা ৫০ মিটার।

পুলিশের বিবৃতিতে জানানো হয়, ধসে পড়া গর্ত আরও ভেঙে পড়ার ঝুঁকিতে রয়েছে। ইতোমধ্যে দুটি বৈদ্যুতিক খুঁটি, একটি স্টেশন কার ও সামসেন মেট্রোপলিটন পুলিশ স্টেশনের টো-ট্রাকসহ আরও দুটি গাড়ি সেখানে পড়ে গেছে।

এ ঘটনায় ভাজিরা হাসপাতাল খালি করার পাশাপাশি আশপাশের বাসিন্দাদেরও নিরাপত্তার জন্য বাড়িঘর ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। ব্যাংকক গভর্নর চাদচার্ট সিট্টিপুন্ট জানিয়েছেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে নিকটবর্তী আন্ডারগ্রাউন্ড মেট্রো স্টেশনের নির্মাণকাজ থেকেই এ সিঙ্কহোলের সৃষ্টি।

স্থানীয় গণমাধ্যম দ্য নেশন জানিয়েছে, খারাপ আবহাওয়া ও বর্ষার কারণে গর্তটি আরও বড় হওয়ার আশঙ্কা রয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, ব্যস্ত সড়কে হঠাৎ মাটি বসে যেতে শুরু করে। একাধিক গাড়ি দ্রুত পেছনে সরে গেলেও কয়েকটি সরাসরি গর্তে পড়ে যায়। এতে শহরের ভূগর্ভস্থ অবকাঠামো উন্মুক্ত হয়ে পড়ে।

আরটিপি জানিয়েছে, জাতীয় পুলিশ কমিশনার সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন। রাস্তা বসে যাওয়া, পানির পাইপ ক্ষতিগ্রস্ত হওয়া এবং নাগরিকদের সম্ভাব্য ক্ষতি মোকাবিলায় দ্রুত ব্যবস্থা নিতে বলা হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top