মোহাঃ রকিব উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের বালুবাগান ও কুটুবাজার এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে। আজ বুধবার এই অভিযান পরিচালনা করেন মো. তৌফিক আজিজ, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জ-এর সহযোগিতায় পরিচালিত এই অভিযানে অবৈধভাবে মাদক সেবনের দায়ে তিনজনকে আটক করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী, একজনকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং অপর দুইজনকে ২৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান চলাকালে উপস্থিত ম্যাজিস্ট্রেট মো. তৌফিক আজিজ বলেন, “মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে উপজেলা প্রশাসন। আমাদের মূল লক্ষ্য যুবসমাজকে মাদকের কালো থাবা থেকে রক্ষা করা।”
তিনি আরও জানান, ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।
উপজেলা প্রশাসনের এই উদ্যোগকে স্থানীয় জনগণ স্বাগত জানিয়েছে এবং মাদকবিরোধী কার্যক্রমে সকলকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়েছে।