২৬শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ৪ঠা রবিউস সানি, ১৪৪৭ হিজরি

গণবিপ্লবকে ভালোভাবে নেয়নি ভারত, এ কারণে বাংলাদেশের সাথে সম্পর্ক খারাপ হয়েছে : ড. মুহাম্মদ ইউনূস

নিজস্ব প্রতিনিধি:

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে অনুষ্ঠিত এক বৈঠকে ভারতের প্রতি তীব্র সমালোচনা করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি অভিযোগ করেন, গত বছরের গণবিপ্লবকে ভারত ইতিবাচকভাবে নেয়নি, আর সেই কারণেই দুই দেশের সম্পর্কে অচলাবস্থা তৈরি হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, গত বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে বৈঠকে ভারত সম্পর্কে বিভিন্ন মন্তব্য করেন ড. ইউনূস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক মাস আগে সার্জিও গোরকে ভারতের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছেন।

বৈঠকে ড. ইউনূস বলেন, “ছাত্ররা গত বছর যা করেছে সেটি ভারত ভালোভাবে নেয়নি। এ কারণে ভারতের সঙ্গে আমাদের সমস্যা তৈরি হয়েছে। ভারতীয় মিডিয়া ভুয়া খবর ছড়িয়ে পরিস্থিতি আরও খারাপ করেছে। তারা প্রোপাগান্ডা চালিয়েছে যে গত বছরের গণবিপ্লব ছিল একটি ইসলামি আন্দোলন।”

এ সময় তিনি সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতের আশ্রয় নেওয়ার প্রসঙ্গও উল্লেখ করেন। তাঁর ভাষায়, “ভারত হাসিনাকে আশ্রয় দিয়েছে, যিনি সমস্যার সৃষ্টি করেছেন। এটি বাংলাদেশ-ভারত সম্পর্কে উত্তেজনা বাড়িয়েছে।”

ড. ইউনূস আরও দাবি করেন, ভারতের কারণেই দক্ষিণ এশীয় আঞ্চলিক জোট সার্ককে পুনর্জীবিত করা যাচ্ছে না। তিনি বলেন, “সার্ক কাজ করছে না কারণ একটি দেশের রাজনীতির সঙ্গে এটি খাপ খাচ্ছে না।” একইসঙ্গে তিনি এশিয়ার আরেক জোট আসিয়ানে যোগদানের আগ্রহও প্রকাশ করেন।

উল্লেখ্য, সর্বশেষ সার্ক সম্মেলন হয় ২০১৪ সালে। এর পর ২০১৬ সালে পাকিস্তানে পরবর্তী সম্মেলন হওয়ার কথা থাকলেও উরিতে সন্ত্রাসী হামলার পর ভারত অংশগ্রহণে অনীহা জানায়। এরপর থেকেই কার্যত সার্ক নিষ্ক্রিয় হয়ে পড়ে।

যদিও ভারত এখনো সার্কের সদস্য, তবে দেশটি পাকিস্তানকে বাদ দিয়ে গঠিত বিমসটেককে বেশি গুরুত্ব দিয়ে থাকে। ভারত প্রায়শই বাংলাদেশকে বিভিন্ন বার্তা বিমসটেকের মাধ্যমেই জানিয়ে থাকে। সর্বশেষ বিমসটেক সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকও করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top