২৬শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ৪ঠা রবিউস সানি, ১৪৪৭ হিজরি

অদৃশ্য শক্তির চাপের কারণে এনসিপিকে শাপলা প্রতীক দিতে সাহস পাচ্ছে না ইসি : সারজিস

নিজস্ব প্রতিনিধি:

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম অভিযোগ করেছেন, আইনগত কোনো বাধা না থাকলেও নানা চাপের কারণে নির্বাচন কমিশন শাপলা প্রতীক দিতে সাহস দেখাচ্ছে না। তিনি এটিকে নির্বাচন কমিশনের স্পষ্ট ব্যর্থতা বলে অভিহিত করেছেন।

বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজারে এনসিপির জেলা ও উপজেলা কমিটির সমন্বয়ক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সারজিস আলম বলেন, কমিশনের দায়িত্ব ছিল আইনি প্রক্রিয়া মেনে প্রতীকের বিষয়ে সিদ্ধান্ত দেওয়া। কিন্তু তারা সাহস পাচ্ছে না। তিনি দাবি করেন, শাপলা প্রতীক নিয়ে দল ইতোমধ্যেই পুনরায় আবেদন করেছে।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশন বলছে শাপলা প্রতীক তালিকায় নেই। অথচ আবেদন করার দিন থেকেই তাদের কাজ শুরু করার কথা ছিল। কিন্তু তারা তা করেনি, যা স্পষ্টভাবে তাদের গাফিলতি প্রমাণ করে।

নিউইয়র্কে আওয়ামী লীগের হামলার প্রসঙ্গ টেনে সারজিস আলম বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের নেতৃত্ব দানকারীদের নিয়ে সরকার সফরে গেলেও তাদের প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া উচিত ছিল। কিন্তু সরকার তা করেনি, আর এর দায় সরকারকেই নিতে হবে। তিনি জোর দিয়ে বলেন, শুধু দায় স্বীকারের বিবৃতি নয়, কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

সারজিস আলম আরও বলেন, এনসিপি সবসময়ই শাপলা প্রতীক দাবি করেছে। তবে প্রয়োজনে সাদা বা লাল শাপলার প্রতীকও গ্রহণ করতে প্রস্তুত।

এনসিপির জেলা প্রধান সমন্বয়কারী ফাহাদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমন্বয়ক সভায় আরও উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক এহতেসামুল হক ও যুগ্ম সদস্য সচিব প্রিতম দাশসহ অন্যান্য নেতৃবৃন্দ।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top