মোঃ নাঈম ইসলাম, গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানসহ ৫-দফা দাবিতে-বিক্ষোভ সমাবেশ, মিছিল ও পথসভার আয়োজন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গুরুদাসপুর উপজেলা শাখা ও এর অঙ্গসংগঠন ।
আজ (২৬ সেপ্টেম্বর) শুক্রবার,চাঁচকৈড় নাজিম উদ্দিন স্কুল এ্যান্ড কলেজ মাঠে বিকেল ৪ ঘটিকায় উপজেলার ৬ টি ইউনিয়ন ও একটি পৌরসভা থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে দলে দলে জমায়েত হন ও স্কুল মাঠ থেকে চাঁচকৈড় বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চাঁচকৈড় বাজার চৈতালি হাট মোড়ে এক পথসভা অনুষ্ঠিত হয়।
উক্ত সমাবেশে প্রধান অতিথি ছিলেন, অধ্যাপক মোঃ আব্দুল আলীম, আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী গুরুদাসপুর উপজেলা শাখা।
পথসভায় বক্তব্য রাখেন, গুরুদাসপুর-পৌর জামায়াত সভাপতি ও মেয়র পদ-প্রার্থী, মোঃ আলমগীর হোসেন ।
এছারাও উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন, শরিফুল ইসলাম সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী গুরুদাসপুর উপজেলা শাখা, অধ্যাপক মোঃ আব্দুল জব্বার, শুরা সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী গুরুদাসপুর উপজেলা শাখা, মোঃ ইমরান আলী সরকার সেক্রেটারী, বাংলাদেশ জামায়াতে ইসলামী, নাজিরপুর ইউনিয়ন শাখা, মোঃ হামিদুর রহমান সবুজ, আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী, নাজিরপুর ইউনিয়ন শাখা সহ বাংলাদেশ জামায়াতে ইসলামী গুরুদাসপুর উপজেলা শাখার অঙ্গসংগঠন এ সময় উপস্থিত ছিলেন।
উক্ত পথসভায় বক্তারা জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, ফেব্রুয়ারিতে পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানসহ ৫-দফা দাবি তুলে ধরেন ।