মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীর পাংশা থানার মোটারসাইকেল চুরির মামলায় বরিশাল থেকে ২ জন আন্তঃজেলা চোর চক্রের সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। এসময় চুরিকৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো, বরিশাল জেলার গৌরনদী থানার দক্ষিণ বিজয়পুর গ্রামের মোঃ আঃ মালেক সরদারের ছেলে মোঃ জহিরুল ইসলাম রনি (৩১) ও মাহিলারা গ্রামের রনজিত চন্দ্র মন্ডলের ছেলে খোকন মন্ডল (৩০)।
শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকাল পৌনে ৬টার সময় বরিশাল জেলার গৌরনদী মডেল থানার মাহিলারা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১০ অধিনায়কের পক্ষে সহকারী পরিচালক (মিডিয়া) সিনিঃ সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার বলেন, গত ২৬ সেপ্টেম্বর দুপুর দেড় টার দিকে রাজবাড়ীর পাংশা মডেল মসজিদের নিচতলায় গ্যারেজে রাখা মোঃ আতিকুর রহমান ওরফে কুতুবের একটি সাদা ও গোলাপী রঙের সুজুকি জিক্সার এসএফ মোটরসাইকেল (রেজিঃ নং- ঢাকা মেট্রো ল-৬৫-৩২৭৩) তালা ভেঙে চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় পাংশা থানায় গত ২৭ সেপ্টেম্বর মামলা দায়ের হয়। মামলাটির তদন্তকারী কর্মকর্তা ঘটনার সাথে জড়িত আসামিদের সনাক্ত করে গ্রেপ্তারের লক্ষ্যে র্যাব-১০, ঢাকা বরাবর অধিযাচনপত্র প্রেরণ করেন।
তিনি বলেন, এরই ধারাাবহিকতায় র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্য, সিসি টিভি ফুটেজ ও তথ্য-প্রযুক্তির সহায়তায় এবং র্যাব-৮ এর সহযোগীতায় অভিযান চালিয়ে গত ২৭ সেপ্টেম্বর বিকাল পৌনে ৬টার সময় বরিশাল জেলার গৌরনদী মডেল থানার মাহিলারা বাজার এলাকায় অভিযান চালায়। এসময় মোঃ জহিরুল ইসলাম রনি ও খোকন মন্ডলকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করে এবং তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার পূর্বক জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক পাংশা থানায় হস্তান্তর করা হয়েছে। তাদেরকে রবিবার দুপুরে রাজবাড়ী আদালতে সোপর্দ করা হয়েছে।