২৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

মধ্যনগরে যৌথবাহিনীর অভিযানে ২০০ লিটার চুলাই মদ ধ্বংস

জয়নাল আবেদীন জহিরুল, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার মধ্যনগর সদর ইউনিয়নের মধ্যনগর বাজারস্থ কাচারি ঘাট সংলগ্ন মেতরপট্টিতে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ২০০ লিটার চুলাই মদ উৎপাদনের আলামত উদ্ধার ও ধ্বংস করা হয়েছে।

রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায়ের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এসময় উপস্থিত ছিলেন মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিবুর রহমান এবং মধ্যনগর সেনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন শাকিল মাহমুদ।

অভিযান প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায় বলেন, দুর্গাপূজার সময় কেউ যাতে মাদক সেবন করে অনৈতিক কর্মকাণ্ডে জড়াতে না পারে এবং পূজার সব কার্যক্রম শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়— সেই লক্ষ্যেই প্রশাসনিক কার্যক্রম অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।

এ বিষয়ে মধ্যনগর থানার অফিসার ইনচার্জ মনিবুর রহমান বলেন, আমরা নিয়মিতভাবে মাদকবিরোধী অভিযান পরিচালনা করি। দুর্গাপূজাকে সামনে রেখে এখানে চুলাই মদ উৎপাদনের আলামত পাওয়া গেছে, যা পূজার সময় অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে পারত। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। এবছর দুর্গাপূজায় কেউ মাদক সেবন বা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়ালে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top