১১ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

হাসিনার সঙ্গে যোগাযোগ ঠেকাতে বন্ধ হচ্ছে টেলিগ্রাম ও বোটিম

নিজস্ব প্রতিনিধি:

শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ এবং অনলাইন বৈঠক ঠেকাতে টেলিগ্রাম ও বোটিম অ্যাপস ব্যবহারে নিয়ন্ত্রণ আরোপের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর অ্যাপস দুটি সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হবে।

গতকাল (২৮ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলাসংক্রান্ত কোর কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত উপস্থাপন করা হয়। সভায় জানানো হয়, ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত বছরের ৫ আগস্ট প্রধানমন্ত্রী পদ ছেড়ে ভারতে পালিয়ে যান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তার সঙ্গে বেশির ভাগ মন্ত্রী ও নেতা ভারতে আশ্রয় নেন। সেখান থেকেই তারা দলের নেতাকর্মীদের সঙ্গে অনলাইন বৈঠক ও নির্দেশনা দিয়ে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করছেন।

জানা গেছে, গত ২৪ সেপ্টেম্বর রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে গ্রেফতার হওয়া ২৪৪ জন নেতাকর্মীর মধ্যে দেড় শতাধিক ব্যক্তি টেলিগ্রাম ও বোটিম ব্যবহার করে ভারতে থাকা নেতাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করছিলেন।

এ পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে আমলে নেয়। বৈঠকে সিদ্ধান্ত হয়, আপাতত রাতে অ্যাপস দুটি ব্যবহারে গতি কমানোর চেষ্টা করা হবে। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর বাংলাদেশে টেলিগ্রাম ও বোটিম সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top