৩রা অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ১১ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

আড়ংয়ের কাগজের ব্যাগের দাম বন্ধে আইনি নোটিশ

নিজস্ব প্রতিনিধি:

লাইফস্টাইল রিটেইল চেইন আড়ংয়ে কাগজের শপিং ব্যাগের মূল্য নেওয়া বন্ধ করতে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী নিশাত ফারজানা। সোমবার (২৯ সেপ্টেম্বর) পাঠানো এ নোটিশে আড়ং করপোরেট কার্যালয়ের ব্যবস্থাপনা পরিচালক, মগবাজার আউটলেটের স্টোর ব্যবস্থাপকসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

নোটিশে উল্লেখ করা হয়, কাগজের ব্যাগ বিনামূল্যে দেওয়ার পূর্বের প্রথা বাতিল করে এখন তা গ্রাহকদের কাছ থেকে টাকা নিয়ে বিক্রি করা হচ্ছে। দোকানে প্রচারপত্রের মাধ্যমে জানানো হয়েছে, ব্যাগ বিক্রির পুরো অর্থ স্থানীয় গাছ লাগানোর প্রকল্পে ব্যয় হবে। তবে আইনজীবী নিশাতের মতে, পরিবেশ রক্ষায় এ ধরনের উদ্যোগ সামাজিক দায়বদ্ধতা তহবিল থেকে গ্রহণ করা উচিত। গ্রাহকদের কাছ থেকে অর্থ আদায় করা চাঁদাবাজি ও অসাধু ব্যবসায়িক মানসিকতার পরিচায়ক।

তিনি দাবি করেন, আড়ংয়ের সরবরাহ করা কাগজের ব্যাগ টেকসই নয়। তাই গ্রাহকদের কাছ থেকে এ ব্যাগের মূল্য নেওয়া বন্ধ করে আগের মতো বিনামূল্যে সরবরাহ করতে হবে। নোটিশে আরও বলা হয়েছে, ১০ দিনের মধ্যে এ কার্যক্রম বন্ধ না করলে উপযুক্ত আদালত ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আবেদন করা হবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top