নিজস্ব প্রতিনিধি:
বাংলাদেশে অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালনের সময় হিন্দু সংখ্যালঘুদের ওপর নিপীড়নের অভিযোগ নাকচ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি স্পষ্টভাবে বলেছেন, দেশে কোনো ধরনের ‘হিন্দুবিদ্বেষী সহিংসতা নেই।’
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জিটিওর সাংবাদিক মেহদি হাসানকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। সোমবার সাক্ষাৎকারটি প্রকাশ করে জিটিও।
অধ্যাপক ইউনূস বলেন, ভারতে বর্তমানে ভুয়া খবর একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে, আর বাংলাদেশের পরিস্থিতি নিয়ে যে অভিযোগ তোলা হচ্ছে, তা ভিত্তিহীন।
২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হলে শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে বেছে নেয় আন্দোলনকারীরা। এ প্রসঙ্গে তিনি বলেন, সেই সিদ্ধান্তে তিনি বিস্মিত হয়েছিলেন। তবে অনিচ্ছা সত্ত্বেও দায়িত্ব গ্রহণ করেছিলেন, কারণ আন্দোলনকারীদের ত্যাগের কাছে তিনি নতি স্বীকার করেছিলেন। তখন তিনি আন্দোলনকারীদের উদ্দেশে বলেছিলেন, ‘আপনারা যদি এত কিছু ত্যাগ করতে পারেন, তবে আমি আমার সিদ্ধান্ত বদলাব।’
সাক্ষাৎকারে তিনি আরও কথা বলেন জাতীয় নির্বাচন বিলম্বের যৌক্তিকতা, রোহিঙ্গা সংকট এবং আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার মতো গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে।