১লা অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ৯ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

জাহান্নামের নিকৃষ্ট স্থানে ঠাঁই হোক তোমার: মীর স্নিগ্ধ

নিজস্ব প্রতিনিধি:

ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও একসময়ের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। গত রোববার (২৮ সেপ্টেম্বর) তিনি ফেসবুকে শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর পর থেকেই সামাজিক মাধ্যমে তাকে ‘দালাল’ আখ্যা দিচ্ছেন নেটিজেনরা।

শুধু সাধারণ মানুষই নয়, অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, ডাকসুর ভিপি সাদিক কায়েম, এনসিপি নেতা সারজিস আলমসহ অনেকেই নিজেদের ফেসবুক পোস্টে সাকিবের কড়া সমালোচনা করেছেন। পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহতরাও সাকিবের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন।

শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর ভাই মীর স্নিগ্ধ তার ফেসবুক পোস্টে লিখেছেন, “মন থেকে আপনার পুরো পরিবারের প্রতি চরম ঘৃণা আসে; তারপর মনে পড়ে আপনার তিনটি সন্তান আছে, যাদের কোনো দোষ নেই। আমার মা যা দেখেছেন, তা সহ্য করেছেন—আমি চাই না আপনার সন্তানের মা সেটি দেখে সহ্য করুক। কিন্তু মন থেকে চাই, জাহান্নামের নিকৃষ্ট স্থানে ঠাঁই হোক তোমার।”

একইভাবে শহীদ মাহমুদুর রহমান সৈকতের বোন সাবরিনা আফরোজ সেবন্তী ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, “সুশীলরা ধীরে ধীরে তাকে (সাকিব) ক্ষমা করে দিচ্ছিল। বলা হচ্ছিল, ব্যক্তি সাকিব আর খেলোয়াড় সাকিব আলাদা। কিন্তু সেই সাকিবই আবার যখন এক গণহত্যাকারী খুনিকে ‘আপা’ সম্বোধন করে জন্মদিনের শুভেচ্ছা জানায়, তখন স্পষ্ট হয়ে যায় আসলে কে কতটা দালাল।”

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top