১লা অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ৯ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

জাতিসংঘ মহাসচিবের সাথে বৈঠকে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন

নিজস্ব প্রতিনিধি:

বাংলাদেশের চলমান গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কার কর্মসূচির প্রতি দৃঢ় সমর্থন ও সংহতি প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।

সোমবার (২৯ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠককালে তিনি এ সমর্থন জানান। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

অধ্যাপক ইউনূসের নেতৃত্বে বৈঠকে অংশ নেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, মুখ্যসচিব সিরাজ উদ্দিন মিয়া এবং এসডিজি সমন্বয়ক লামিয়া মোর্শেদ। আলোচনায় রাজনৈতিক সংস্কার, ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন, জুলাই অভ্যুত্থানে গণহত্যার দায়ীদের জবাবদিহিতা, বৈশ্বিক বাণিজ্যে সুরক্ষামূলক শুল্কনীতির প্রভাব এবং ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠেয় আন্তর্জাতিক রোহিঙ্গা সম্মেলনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে।

প্রধান উপদেষ্টা জানান, অন্তর্বর্তী সরকার অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে ইতোমধ্যে সংস্কারমুখী পদক্ষেপ নিয়েছে। তিনি আরও বলেন, আগামী কয়েক মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এ প্রক্রিয়ায় জাতিসংঘের সহায়তা প্রয়োজন। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, ক্ষমতাচ্যুত সরকার ও তাদের মিত্ররা পাচার করা সম্পদ ব্যবহার করে দেশে অস্থিরতা সৃষ্টি ও বিভ্রান্তি ছড়াচ্ছে, তারা আসন্ন নির্বাচনে বাধা দিতে চায় এবং কিছু আন্তর্জাতিক মহলও তাদের সমর্থন করছে।

জবাবে গুতেরেস বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কার প্রক্রিয়ায় জাতিসংঘের জোরালো সমর্থনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে জাতিসংঘের অব্যাহত অঙ্গীকারের কথাও তিনি তুলে ধরেন।

গত ১৪ মাসে অধ্যাপক ইউনূসের নেতৃত্বের প্রশংসা করে মহাসচিব বলেন, বাংলাদেশের কঠিন উত্তরণকালে আপনার নেতৃত্ব শ্রদ্ধার দাবিদার।

এ সময় প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক রোহিঙ্গা সম্মেলন আয়োজনের জন্য জাতিসংঘ মহাসচিবকে ধন্যবাদ জানান। তিনি বলেন, এ সম্মেলন রোহিঙ্গা সংকটকে বিশ্ব সম্প্রদায়ের অগ্রাধিকার তালিকায় রাখতে সহায়ক হবে এবং শরণার্থী শিবিরে মানবিক সহায়তার জন্য জরুরি তহবিল সংগ্রহে সহায়তা করবে।

জাতিসংঘ মহাসচিব পুনরায় আশ্বাস দেন, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান খুঁজে বের করার পথে বাংলাদেশকে সর্বাত্মক সহায়তা দিয়ে যাবে জাতিসংঘ।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top