১লা অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ৯ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

খাগড়াছড়ির গুইমারায় সহিংসতা: জেলা প্রশাসনের ৫ সদস্যের তদন্ত কমিটি

নিজস্ব প্রতিনিধি:

খাগড়াছড়ির গুইমারায় সাম্প্রতিক সহিংসতার ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে জেলা প্রশাসক (ডিসি) এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার এ তথ্য জানান।

তিনি বলেন, নিহত ও আহতদের পাশে জেলা প্রশাসন থাকবে। তাদের প্রতি সমবেদনা জানানো হচ্ছে এবং পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে। যারা এখনও চিকিৎসাধীন রয়েছেন তাদের চিকিৎসার দায়িত্ব প্রশাসন নেবে। ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নিতে আমরা এখানে এসেছি এবং তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি।

ডিসি আরও জানান, অবরোধকারীদের সঙ্গে প্রশাসনের আলোচনা হয়েছে। তাদের আট দফা দাবির মধ্যে সাতটি সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান চাই আমরা। তারা অবরোধ প্রত্যাহার করলে ১৪৪ ধারা শিথিল করা হবে। এ সময় ক্ষতিগ্রস্তরা বিভিন্ন অভিযোগ জেলা প্রশাসকের কাছে তুলে ধরেন।

খাগড়াছড়িতে টানা চতুর্থ দিনের মতো ১৪৪ ধারা বলবৎ রয়েছে। পরিস্থিতি থমথমে, শহরের বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ চলছে। পৌর শহরের ভেতরে সীমিত সংখ্যক ব্যাটারিচালিত টমটম চলাচল করছে। তবে দূরপাল্লার যানবাহন বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন পর্যটকরা। জেলা প্রশাসক জানান, পণ্যবাহী ট্রাকগুলো গন্তব্যে পৌঁছে দেওয়া হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top