১লা অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ৯ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

এনসিপি ও বাংলাদেশ জাতীয় লীগকে নিবন্ধন দিচ্ছে নির্বাচন কমিশন

নিজস্ব প্রতিনিধি:

রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের অনুমোদন পাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বাংলাদেশ জাতীয় লীগ।

মঙ্গলবার নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ। তিনি জানান, মোট ১৪৩টি রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদন করেছিল। এর মধ্যে ২২টি দলের তথ্য মাঠ পর্যায়ে যাচাই করা হয়। যাচাই-বাছাই শেষে দেখা গেছে, এনসিপি ও বাংলাদেশ জাতীয় লীগ নিবন্ধনের জন্য প্রয়োজনীয় শর্ত পূরণ করেছে।

ফলে এই দুটি দল আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজেদের দলীয় প্রতীক নিয়ে অংশগ্রহণের সুযোগ পাবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top