নিজস্ব প্রতিনিধি:
জাতিসংঘ সদর দফতরে আয়োজিত ‘রোহিঙ্গা মুসলিম ও মিয়ানমারের অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি’ শীর্ষক উচ্চপর্যায়ের সম্মেলনের উদ্বোধনী বক্তব্য দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার নিউইয়র্কে দেওয়া বক্তব্যে তিনি রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
প্রধান উপদেষ্টা বলেন, আট বছর পার হলেও রোহিঙ্গাদের দুর্দশার কোনো অবসান হয়নি। আন্তর্জাতিক উদ্যোগ দুর্বল হয়ে পড়েছে এবং তহবিল সংকট পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। তিনি উল্লেখ করেন, সংকটের মূল উৎপত্তি মিয়ানমারে, তাই এর সমাধানও সেখানেই নিহিত। এজন্য মিয়ানমার সরকার ও আরাকান আর্মির ওপর কার্যকর চাপ প্রয়োগ করে রোহিঙ্গাদের নির্যাতন বন্ধ এবং দ্রুত প্রত্যাবাসন শুরু করতে হবে। তার মতে, সংকটের একমাত্র টেকসই সমাধান হলো রাখাইনে রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করা।
বাংলাদেশের আর্থসামাজিক বাস্তবতা তুলে ধরে তিনি বলেন, এই দীর্ঘস্থায়ী সংকট দেশকে বিপুল আর্থিক, সামাজিক ও পরিবেশগত ক্ষতির মুখে ফেলেছে। সীমান্ত দিয়ে মাদক প্রবাহসহ নানা অপরাধ জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশের উন্নয়ন পরিস্থিতি বিবেচনায় রোহিঙ্গাদের অভ্যন্তরীণ কর্মসংস্থানের সুযোগও নেই বলে তিনি মন্তব্য করেন।
ড. ইউনূস রোহিঙ্গা সংকট সমাধানে সাতটি প্রস্তাব তুলে ধরেন। এর মধ্যে রয়েছে নিরাপদ প্রত্যাবাসনের রোডম্যাপ তৈরি, মিয়ানমার সরকার ও আরাকান আর্মির ওপর চাপ বৃদ্ধি, রাখাইনে আন্তর্জাতিক সমর্থন ও উপস্থিতি নিশ্চিতকরণ, রোহিঙ্গাদের সমাজে অন্তর্ভুক্তি, যৌথ প্রতিক্রিয়া পরিকল্পনায় অর্থায়ন, জবাবদিহি ও ন্যায়বিচার প্রতিষ্ঠা, এবং মাদক অর্থনীতি ও সীমান্ত অপরাধ দমন।
তিনি জোর দিয়ে বলেন, বিশ্ব আর রোহিঙ্গাদের অনিশ্চয়তায় অপেক্ষা করাতে পারে না। এখনই আন্তর্জাতিক সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বাংলাদেশ এ বিষয়ে সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত বলে তিনি আশ্বস্ত করেন।