১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

ভারতীয় গোয়েন্দা সংস্থার মদদে বাংলাদেশে দুই লাখ কোটি টাকার জাল নোট প্রবেশের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি:

বাংলাদেশে প্রায় দুই লাখ কোটি টাকার জাল নোট প্রবেশ করেছে বলে অভিযোগ করেছেন সাংবাদিক জুলকারনাইন সায়ের। বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য প্রকাশ করেন।

জুলকারনাইন সায়ের লিখেছেন, দেশের অভ্যন্তরে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির লক্ষ্যে পার্শ্ববর্তী দেশের গোয়েন্দা সংস্থার মদদে বিভিন্ন রুট ব্যবহার করে বিপুল পরিমাণ জাল নোট প্রবেশ করানো হচ্ছে।

তিনি জানান, এসব নোটে যে কাগজ ব্যবহার করা হয়েছে তা বাংলাদেশের আসল নোটের কাগজের মতোই। ফলে খালি চোখে কিংবা ব্যাংকের যাচাই মেশিনেও সহজে জাল হিসেবে চিহ্নিত করা কঠিন। নিরাপত্তা সুতার পাশাপাশি হলোগ্রামও অত্যন্ত নিখুঁতভাবে ব্যবহার করা হয়েছে।

জুলকারনাইন দাবি করেন, বিশেষ ব্যবস্থায় সংশ্লিষ্ট দেশটির নিজস্ব মুদ্রা ছাপার ফ্যাসিলিটিতেই এসব জাল নোট প্রিন্ট করা হয়েছে। এগুলো খুব কম মূল্যে দেশের জালনোট কারবারিদের কাছে পৌঁছে দিচ্ছে ভারতীয় গোয়েন্দা সংস্থার সংশ্লিষ্টরা। উদ্দেশ্য হলো—বাংলাদেশের অর্থনৈতিক খাতকে ধ্বংস করা এবং নাশকতামূলক কর্মকাণ্ডে অর্থায়ন করা।

তিনি আরও জানান, এ বিষয়ে বাংলাদেশের বর্ডার গার্ডস, গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থাগুলো অবগত রয়েছে। তারা নিজেদের সামর্থ্যের সর্বোচ্চ দিয়ে এই অপতৎপরতা প্রতিরোধের চেষ্টা করছে। একই সঙ্গে সাধারণ নাগরিকদের মধ্যেও কার্যকর সচেতনতা তৈরি করা জরুরি বলে তিনি উল্লেখ করেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top