৪ঠা অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

দুমকী উপজেলার চরবয়ড়ায়, চুরির অভিযোগে কিশোর নির্যাতন, মুদি দোকানদার মামলায় আটক

জাকির হোসেন হাওলাদার, দুমকী( পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালী জেলার দুমকি উপজেলার চরবয়ড়ায়, সংবাদ প্রকাশের পর কিশোর নির্যাতনের ঘটনায় প্রধান আসামি মুদি দোকানদার জলিল সিকদারকে, গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১ অক্টোবর) দুপুরে দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের চরবয়েড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।চুরির অভিযোগে কিশোরকে বেঁধে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে,ও পএিকায় নিউজ ছাপা হলে টনক নড়ে, ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। এর আগে কয়েকটি জাতীয় দৈনিকে নির্যাতনের খবর প্রকাশিত হলে ঘটনাটি প্রশাসনের নজরে আসে।

ভুক্তভোগী কিশোরের বাবা বশির মল্লিক বুধবার (১ অক্টোবর) সকালে দুমকি থানায় একটি মামলা করেন। মামলায় জলিল সিকদার, তার দুই স্ত্রীসহ চারজনের নাম উল্লেখ করে আরও দুই-তিনজনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।মামলার বরাতে জানা যায়, গত রোববার সন্ধ্যায় চরবয়েড়া গ্রামে চুরির অভিযোগ তুলে কিশোরটিকে হাত-পা বেঁধে উল্টো করে ঝুলিয়ে মারধর করা হয়। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

বশির মল্লিক বলেন, “আমি থানায় মামলা করেছি। প্রধান আসামিকে পুলিশ আটক করেছে। আশা করছি, আমরা ন্যায়বিচার পাব।”দুমকি থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন বলেন, ‘নির্যাতনের ঘটনায় মামলা নেওয়া হয়েছে। প্রধান আসামি জলিল সিকদারকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top