১৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ২৭শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

মা ইলিশ রক্ষায় পুলিশ-নৌবাহিনীর সঙ্গে ড্রোন ব্যবহার করবে বিমানবাহিনী

নিজস্ব প্রতিনিধি:

মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার জানিয়েছেন, এ বছর মা ইলিশ রক্ষায় পুলিশ ও নৌবাহিনীর পাশাপাশি বিমানবাহিনীও ড্রোন ব্যবহার করে নজরদারি করবে।

বুধবার বিকেলে টাঙ্গাইলের মির্জাপুরে রনদা প্রসাদ সাহার দুর্গা মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

ফরিদা আক্তার বলেন, প্রতি বছরের মতো এ বছরও মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা আগামী ৪ অক্টোবর থেকে শুরু হবে। গত বছর নেওয়া উদ্যোগের ফলে ৫২ দশমিক ৫ শতাংশ মা ইলিশ রক্ষা করা সম্ভব হয়েছিল। এবারও আরও বেশি সাফল্য আশা করা হচ্ছে।

তিনি আরও বলেন, ইলিশ কমে যাওয়ার অন্যতম কারণ কারেন্ট জাল ও চায়না জালের ব্যবহার। এজন্য এ বছর বিশেষভাবে সতর্কতা অবলম্বন করা হবে। তার প্রত্যাশা, এ বছর আরও বেশি মা ইলিশ রক্ষা করা সম্ভব হবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top