৪ঠা অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

গাজার উদ্দেশে অগ্রসর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’, ভিডিও বার্তায় শহিদুল আলম

নিজস্ব প্রতিনিধি:

গাজার পথে যাত্রা করা ত্রাণবাহী নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’-তে থাকা বাংলাদেশের আলোকচিত্রী ও দৃকের ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আলম জানিয়েছেন, তারা এখন গাজার খুব কাছাকাছি। তিনি বৃহস্পতিবার (২ অক্টোবর) দুটি ভিডিও বার্তায় এ তথ্য জানান।

রাত ১০টার দিকে প্রকাশিত দ্বিতীয় ভিডিওতে শহিদুল আলম জাহাজের ছাদ থেকে আশপাশের দৃশ্য তুলে ধরেন। ভিডিওতে তাকে হাসিমুখে সহযাত্রীদের সঙ্গে কথা বলতে দেখা যায়। এর আগে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে দেওয়া প্রথম ভিডিও বার্তায় তিনি জানান, উত্তাল সমুদ্রের কারণে কিছুটা অসুস্থ হয়ে পড়েছেন।

তিনি বলেন, অসুস্থতা নিয়ে অনেকেই খোঁজ নিয়েছেন, তবে সবার আলাদা করে উত্তর দিতে না পারায় দুঃখিত। ক্যাপশনে তিনি উল্লেখ করেন, “আজ বমি করে পড়ে গিয়েছিলাম, তবে গুরুতর কিছু হয়নি। জাহাজে ২০ জন ডাক্তার ও নার্স রয়েছেন, ফলে চিকিৎসাসেবা ভালোই পাচ্ছি। যে মনোযোগ পেয়েছি, তা আমাকে ভীষণ ভালো লেগেছে। আমার ভাগ্নী মাওলি বলতো, আমি একজন ডাম্রা কুইন। আমি এখন গাজার কাছাকাছি।”

এদিকে ইসরাইল দাবি করেছে, একটি ছাড়া ফ্লোটিলার সব জাহাজ তারা আটক করেছে। তবে এ দাবির সত্যতা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে।

উল্লেখ্য, ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ একটি আন্তর্জাতিক মানবিক উদ্যোগ, যার মাধ্যমে অবরুদ্ধ গাজার জনগণের কাছে সমুদ্রপথে ত্রাণ পৌঁছানো হচ্ছে। এই অভিযানে ৪৪টি দেশের প্রায় ৫০০ অধিকারকর্মী, চিকিৎসক, সাংবাদিক ও সংসদ সদস্য অংশ নিয়েছেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top