৯ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ১০০ গ্রাম হেরোইনসহ ১ জন গ্রেফতার

মোহাঃ রকিব উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে মাদকদ্রব্য হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

৪ অক্টোবর ২০২৫ তারিখ বিকাল ৪টা ৪০ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের চক আলমপুর ঈদগাহ মাঠের পূর্ব পার্শ্বের পাকা রাস্তার ওপর এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা গোয়েন্দা শাখার এসআই (নিরস্ত্র) মোঃ ফয়সাল হাসান। তাঁর সঙ্গে সঙ্গীয় অফিসার ফোর্সও উপস্থিত ছিলেন।

অভিযানে ধৃত আসামি হলেন – মোঃ আব্দুর রশিদ (২৭), পিতা: মৃত নুরূল ইসলাম, গ্রাম: চর শেখালীপুর ডোডাপাড়া, থানা ও জেলা: চাঁপাইনবাবগঞ্জ।

তাঁর কাছ থেকে ১০০ গ্রাম হেরোইন উদ্ধারপূর্বক জব্দ করা হয়।

এই অভিযানটি চাঁপাইনবাবগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ রেজাউল করিম, বিপিএম-সেবা মহোদয়ের নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনাব মোঃ শাহিন আকন্দ এর তত্ত্বাবধানে পরিচালিত হয়।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top