মোঃ সোহাগ হোসেন,সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
অতিথি পাখির সমাগম বেড়েছে চলনবিলের বিস্তীর্ণ অঞ্চলে।ঝাকে ঝাকে পাখি উড়ে বেড়াচ্ছে।মাছ খাওয়ার জন্য বিলের পানিতে নেমে পড়ছে।গতকাল রবিবার চলনবিল অধ্যুষিত তাড়াশ উপজেলা’র উলিপুর দিঘী গ্রামে এমন চিত্র দেখা যায়।
তাড়াশ ডিগ্রী কলেজের প্রানিবিদ্যা বিভাগের প্রভাষক মর্জিনা ইসলাম বলেন, চলনবিলে অতিথি পাখির আনাগোনা বেড়েছে,প্রতিবছর ঝাঁকে ঝাঁকে বিভিন্ন প্রজাতির পাখি চলনবিলে আসে।এ সময় পাখি শিকারীদের দৌরাত্ম বেড়ে যায়।
উপজেলা বন কর্মকর্তা বলেন,পাখি শিকার বন্ধে কড়া নজরদারি অব্যাহত রয়েছে