৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৫ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

শুভ প্রবারণা পূর্ণিমা উপলক্ষে বান্দরবানে কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান

ওসমান গনি, বান্দরবান প্রতিনিধি:

শুভ প্রবারণা পূর্ণিমা উপলক্ষে বান্দরবান বৌদ্ধ ছাত্র পরিষদ, বান্দরবান সদর কর্তৃক আয়োজিত বর্ণাঢ্য বন্দনা , কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৫ উৎসবমুখর পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত লেফটেন্যান্ট কর্নেল জনাব মোহাম্মদ হুমায়ুন রশীদ পিএসসি, জোন কমান্ডার, বান্দরবান সেনা জোন এবং জোনাল স্টাফ অফিসার ও অন্যান্য  অফিসার বৃন্দ ।

প্রধান অতিথি তাঁর অনুপ্রেরণামূলক বক্তৃতায় বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার — ধর্ম, বর্ণ ও সম্প্রদায় নির্বিশেষে সবাই যদি পরস্পরের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও সহনশীলতা প্রদর্শন করি, তবে সমাজে সত্যিকার শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠিত হবে।”

তিনি আরও আহ্বান জানান— সকল ধর্মের মানুষকে পারস্পরিক সৌহার্দ্য ও সম্মান বজায় রেখে একে অপরের সুখ-দুঃখে পাশে দাঁড়াতে, যেন বান্দরবান সম্প্রীতি ও ভ্রাতৃত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে সমগ্র দেশের সামনে উদাহরণ সৃষ্টি করতে পারে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষক সম্পদ বড়ুয়া, সভাপতি, বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহার পরিচালনা কমিটি। বক্তব্য রাখেন আরও অনেকে, যারা ধর্মীয় সম্প্রীতি, সামাজিক সংহতি ও তরুণ প্রজন্মের সৃজনশীল বিকাশের গুরুত্ব নিয়ে মতামত ব্যক্ত করেন।

পুরস্কার বিতরণ শেষে উপস্থিত অতিথি, শিক্ষক, ছাত্রছাত্রী এবং দর্শকদের অংশগ্রহণে প্রবারণা পূর্ণিমার আলোক উৎসব আনন্দঘন পরিবেশে পরিণত হয়। আয়োজনে: বান্দরবান বৌদ্ধ ছাত্র পরিষদ, বান্দরবান সদর সহযোগিতায়: বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহার পরিচালনা কমিটি ও ঐক্য, বান্দরবান।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top