৯ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

তাড়াশে জমিজমার বিরোধের জের ধরে এক কিশোর কে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা : গ্রেফতার ১

মোঃ সোহাগ হোসেন,সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের তাড়াশে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক কিশোর মারাত্মক আহত হয়েছে। তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ আলেপ আহমেদ (৫০) নামের একজন কে গ্রেফতার করেছে। ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেল ৩ টায় উপজেলার বলভা গ্রামে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জমিজমার বিরোধের জের ধরে একই গ্রামের বাসিন্দা লাবু হোসেনের ছেলে মোস্তাকিম(১৪) সাথে কথা কাটাকাটি হয় আবু তালেব( ৪০), আলেপ আহমেদ (৫০) ও মোন্নাফ হোসেনের (৩৫)।

এরই এক পর্যায়ে তারা মোস্তকিমের গলায় ও শরীরের ধারালো ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করে। তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে মোস্তাকিম কে উদ্ধার করে। এ সময় অভিযুক্তরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে, তারা আলেপ আহমেদ কে ধরে ফেলে গণপিটুনি দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলেপ কে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

তাড়াশ থানার ওসি মো: জিয়াউর রহমান বলেন, মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অন্যান্য আসামীদের গ্রেফতারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top