৯ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

ত্রিশালে অনলাইন জুয়ায় আসক্ত ছেলের হাতে বাবা-মা খুন:

রেজুয়ান আহমেদ সৈকত, ত্রিশাল, ময়মনসিংহ প্রতিনিধিঃ

ময়মনসিংহের ত্রিশালে নিজের মাকে গলা টিপে ও বাবাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছে তাদেরই একমাত্র সন্তান। আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকালে এ ঘটনায় অভিযুক্ত ছেলে রাজুকে আটক করেছে পুলিশ। পরে তার দেওয়া তথ্যে শোবার ঘরের বিছানার পাশে মাটি খুঁড়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল বুধবার দুপুরে ত্রিশাল উপজেলার বৈদ্য ইউনিয়নের বাসকুরি গ্রামে মা বানুয়ারা বেগমকে গলা টিপে ও রাতে বাবাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেন রাজু।

পরে নিজ শোবার ঘরেই তাদের মরদেহ মাটিচাপা দেন তিনি। আজ বৃহস্পতিবার সকালে রাজু নিজেই বাবা-মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে বোনদেরকে শ্বশুরবাড়ি থেকে খবর দিয়ে নিয়ে আসে। দুপুরে এলাকাবাসী ও বোনেরা খোঁজাখুঁজি করে শোবার ঘরে ঢুকলে মাটির গর্ত দেখতে পান। এতে এলাকাবাসীর সন্দেহ হলে ছেলেকে আটক করে ত্রিশাল থানা পুলিশকে খবর দেয়।

ত্রিশাল থানা পুলিশ জিজ্ঞেস করলে তিনি নিজেই বাবা-মায়ের হত্যার বর্ণনাসহ নিজেই পুঁতে রাখা জায়গা দেখিয়ে দিলে পুলিশ মরদেহগুলো উদ্ধার করে।

মৃতদের স্বজন ও প্রতিবেশীরা জানান, মোহাম্মদ আলী স্থানীয় কৃষিকাজ ও মাছ ব্যবসার জড়িত ছিলেন। তিন মেয়ে ও এক ছেলের জনক তিনি। তার ছেলে রাজু অনলাইন জুয়ায় আসক্ত।

তিনি টাকার জন্য বিভিন্ন সময় বাবা-মায়ের ওপর অত্যাচার করতেন। মাসখানেক আগে তার অত্যাচার সহ্য করতে না পেরে তার স্ত্রী এক মাসের শিশুকে নিয়ে বাবার বাড়ি চলে যান।
ত্রিশাল থানার ওসি মুনসুর আহমেদ জানান, ছেলের স্বীকারোক্তি অনুযায়ী তার বাবা-মায়ের মরদেহ উদ্ধার করা হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top