১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

বগুড়া আদমদীঘিতে বিভিন্ন মামলার ১৬ আসামী গ্রেপ্তার

সজীব হাসান, (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার আদমদীঘিতে চারজন সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ বিভিন্ন মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানামূলে ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত সিআর মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামিরা হলেন আদমদীঘি উপজেলার বশিপুর গ্রামের জালঅল সরদারের ছেলে সোহাগ সরদার, মোলামগাড়ী গ্রামের সাহেব আলীর ছেলে ইদ্রিছ আলী, জিনইর গ্রামের কোমর উদ্দিনের ছেলে রমজান আলী ও ছোট আখিড়া গ্রামের আব্দুস ছামাদের ছেলে জামাল হেসেন।

এ ছাড়া সিআর মামলায় আদালতের ওয়ারেন্টমূলে গ্রেপ্তারকৃতরা হলেন: উপজেলার কুশাবাড়ি গ্রামের আবুল হোসেনের ছেলে আব্দুল আলিম, বামনী গ্রামের আতিকুর রহমানের স্ত্রী আফরোজা পারভিন, কোচকুড়ি গ্রামের ওসমান আলীর মেয়ে নুরুন্নাহার, একই গ্রামের ছায়ফুল ইসলামের ছেলে আল আমিন, পাথরকুটা গ্রামের তজিমুদ্দিনের ছেলে রফিকুল ইসলাম, একই গ্রামের রফিকুল ইসলামের আল আমিন, ডুমুরী গ্রামের আব্দুর রশিদের ছেলে মাহবুবুর রহমান, পোওতা গ্রামের নবাব আলীর দস্তগীর হোসেন, সান্তাহার হাসপাতাল কলোনীর তাহের মন্ডলের ছেলে ফজলে রাব্বী, আদমদীঘির আলতাফ জাকারিয়া মার্কেটের শওকত আলীর ছেলে নওশেদ আলী।

অপরদিকে জিআর মামলায় আদালতের ওয়ারেন্টমূলে গ্রেপ্তারকৃতরা হলেন ছাতিয়ানগ্রামের মোস্তাকিন পালোয়ানের ছেলে রোস্তম পালোয়ান ও কোমারপুর গ্রামের ছামসুল ইসলামের ছেলে সোহাগ।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মোস্তাফিজুর রহমান জানান, গ্রেপ্তারকৃতদের শুক্রবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top