শরিফুল ইসলাম, সাতক্ষীরা প্রতিনিধি :
বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা সদর উপজেলার উদ্যোগে আয়োজিত দিনব্যাপী অগ্রসর কর্মী শিক্ষাশিবির–২০২৫। শনিবার (১১ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সদর উপজেলা জামায়াত অফিসে উৎসাহ ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
শিক্ষা শিবিরের ভিশন ছিল- “মানবতার সেবা ও দেশ পরিচালনার যোগ্যতা অর্জনের মাধ্যমে আল্লাহ তা’আলার সন্তুষ্টি লাভ করা।”
উদ্বোধন ও সভাপতিত্ব করেন উপজেলা আমীর ও জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মোশারফ হোসেন। দারসুল কুরআন উপস্থাপন করেন উপজেলা সহকারী সেক্রেটারি মুহাদ্দিস আলাউদ্দীন, হামদ পরিবেশন করেন উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুস সবুর।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বর্তমান পরিবেশে কর্মীদের করণীয় বিষয়ে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক।
এছাড়া প্রধান বক্তা হিসেবে নির্বাচনী কাজে অগ্রসর কর্মীদের ভূমিকা বিষয়ে আলোচনা করেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও জেলা আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক ওবায়দুল্লাহ, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা শাহাদাত হোসাইন, উপজেলা নায়েবে আমীর মাষ্টার হাবিবুর রহমান, উপজেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক সহিদুর রহমান, মাওলানা মাহফুজুর রহমান, উপজেলা কর্মপরিষদ সদস্য মাষ্টার ইদ্রিস আলম, শহীদ হাসান, মাওলানা মোসলেম আলী, মাওলানা আনিছুর রহমান, মাওঃ শহিদুল ইসলাম, মাওঃ আব্দুল হামিদ, ডা. শফিকুল ইসলাম, উপজেলা ইউনিট সাদস্য হা. আব্দুল ওয়াদুদ ।