১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

বগুড়া আদমদীঘিতে চোরাই মটরসাইকেল উদ্ধারসহ চোর গ্রেপ্তার

সজীব হাসান, (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘিতে এক ব্যবসায়ীর বাড়ির সামনে থেকে চুরি যাওয়া মটরসাইকেল উদ্ধারসহ রাশেদ হোসেন রুবেল (২৬) নামের চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার রুবেল জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার আবাদপুর গ্রামের আশরাফ আলীর ছেলে।

গতকাল রবিবার দুপুরে গ্রেপ্তারকৃতকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে গতকাল শনিবার সন্ধ্যায় দুপচাঁচিয়ার আলতাফনগর বাজার থেকে মটরসাইকেলসহ গ্রেপ্তার করা হয়। এসআই ফেরদৌস আলী বলেন, উপজেলার কুন্দগ্রাম ইউপির মটপুকুরিয়া বাজার এলাকায় বাড়ির সামনে থেকে পার্টস ব্যাবসায়ী ফরিদুল ইসলামের ১২৫ সিসি ডিসকোভার মটরসাইকেল চুরি যায়।

গোপন সংবাদের ভিত্তিতে দুপচাঁচিয়া উপজেলার আলতাফনগর বাজার থেকে রাশেদ হোসেন রুবেল নামের এক চোরকে আটক এবং তার কাছে থাকা চুরি যাওয়া মটরসাইকেলটি উদ্ধার করা হয়। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মোস্তাফিজুর রহমান বলেন, গ্রেপ্তার রুবেলের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি, ডাকাতি ও মাদক সহ ১২ মামলা রয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top