১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

দীঘিনালায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ হাছান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:

“সমন্বিত উদ্যোগে, প্রতিরোধ করি দুর্যোগ”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির দীঘিনালায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় দীঘিনালা উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসার জনাব ইনামুল হাছান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডি কর্মকর্তা ফজলুল হক এবং দীঘিনালা ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার পঙ্কজ বড়ুয়া।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, আনসার ও ভিডিপি সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ।

আলোচনা সভায় প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার ইনামুল হাছান বলেন, দুর্যোগ প্রশমনের মূল চাবিকাঠি হলো সচেতনতা ও প্রস্তুতি। দুর্যোগের আগেই যদি আমরা প্রস্তুত থাকি, তবে ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব। সরকারের পাশাপাশি সাধারণ মানুষকেও এ বিষয়ে সক্রিয় হতে হবে।”

ফায়ার সার্ভিস স্টেশন মাস্টার পঙ্কজ বড়ুয়া তার বক্তব্যে বলেন, দুর্যোগের সময় ফায়ার সার্ভিস সবসময় মানুষের পাশে থাকে। তবে শুধু উদ্ধার কার্যক্রম নয়, আগেভাগে প্রশিক্ষণ ও প্রস্তুতির মাধ্যমে আমরা দুর্যোগের ক্ষতি অনেকটাই কমাতে পারি। সবাইকে নিয়মিত মহড়া ও নিরাপত্তা বিষয়ে সচেতন থাকতে হবে।”

বক্তারা আরও বলেন, সমন্বিত উদ্যোগ ও গণসচেতনতার মাধ্যমেই দুর্যোগ মোকাবিলা সম্ভব।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top