১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

রাজবাড়ীর পাংশায় যৌথবাহিনীর অভিযানে অবৈধ অগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ ১ জন আটক

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের নিভাপাড়া গ্রামে গোপন তথ্যের ভিত্তিতে যৌথবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয়অস্ত্র, গুলি, হাত বোমাসহ ১ জনকে আটক করা হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) রাত্রে রাজবাড়ীর পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের নিভাপাড়া গ্রামে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কালুখালী সেনা ক্যাম্পর সদস্যরা বিশেষ অভিযান পরিচালনা করে।

এ সময় আটক করা হয় একই গ্রামের মোঃ মজিদ আলী মন্ডলের ছেলে মোঃ ইউনুস আলী মন্ডলকে।

সন্ত্রাসীদের বাড়িতে বিশেষ অভিযানে তাকে আটকসহ ৫টি দেশীয় আগ্নেয়াস্ত্র ওয়ান শুটারগান, ওয়ান শুটারগানের ৮ রাউন্ড গুলি, ১০টি ককটেল, ১টি রাম দা, বাংলাদেশ পুলিশের ২টি টিয়ার সেল, ১টি চাইনিজ কুড়াল, ৪টি হাত বোমা ও ১টি পুলিশ স্টিক উদ্ধার করা হয়।

আইনি পদক্ষেপ গ্রহণের জন্য পাংশা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে বলে জানা যায়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top