১৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ২৬শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজে এইচএসসি পরীক্ষায় শতভাগ পাস, জিপিএ-৫ পেয়েছে ২৭০ শিক্ষার্থী

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীর সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজে যেন সাফল্যের তারার মেলা বসেছে। চলতি বছরের এইচএসসি পরীক্ষায় শতভাগ পাসের পাশাপাশি ২৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে ২৭০ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। এতে দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে শীর্ষস্থান অর্জন করেছে প্রতিষ্ঠানটি।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে ফলাফল প্রকাশের পর কলেজ প্রাঙ্গণে আনন্দ-উল্লাসে মুখর হয়ে ওঠে শিক্ষার্থীরা।

কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ সাংবাদিকদের বলেন, “প্রতিটি শিক্ষার্থীই ছিল জিপিএ-৫ পাওয়ার যোগ্য। এবার ২৭০ জন এই সম্মান অর্জন করেছে, বাকিরাও সবাই পাস করেছে—এটি আমাদের সবার সাফল্য।”

তিনি আরও বলেন, “প্রতি বছরের মতো এবারও আমাদের শিক্ষার্থীরা দেশের নামকরা প্রতিষ্ঠান—ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, মেডিকেল কলেজ ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধে সেরা ফল করবে বলে আশা করছি।”

সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের এ সাফল্য শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে ব্যাপক আনন্দের সঞ্চার করেছে। শিক্ষকরা জানিয়েছেন, শিক্ষার্থীদের পরিশ্রম, নিয়মিত ক্লাস, সুষ্ঠু পাঠদান ও অধ্যক্ষের সার্বিক তত্ত্বাবধানেই এই অর্জন সম্ভব হয়েছে।

প্রসঙ্গত, কলেজটির প্রতিষ্ঠা ১৯৬৪ সালে ‘সরকারি কারিগরি মহাবিদ্যালয় (টেকনিক্যাল কলেজ)’ নামে। দেশের চার শিল্পাঞ্চলে দক্ষ কারিগর তৈরির লক্ষ্যে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠান পরবর্তীতে ১৯৭৭ সালে কলেজে উন্নীত হয়। ২০১৯ সালে শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তে এর নাম পরিবর্তন করে ‘সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ’ করা হয়। বর্তমানে শুধুমাত্র বিজ্ঞান বিভাগে শিক্ষা কার্যক্রম পরিচালিত হয় এখানে।

প্রতিবছর এ কলেজ থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়ে আসছে। এবারের শতভাগ পাস ও জিপিএ-৫ এর বন্যা সেই ধারাবাহিকতারই উজ্জ্বল প্রমাণ।

জেলার শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের এ সাফল্য শুধু একটি প্রতিষ্ঠানের নয়, বরং নীলফামারীর শিক্ষাক্ষেত্রে এক অনন্য দৃষ্টান্ত।

এবারের ফলাফল যেন নতুন প্রজন্মের শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার বাতিঘর—যা প্রমাণ করে, পরিশ্রম ও অধ্যবসায় থাকলে বিজ্ঞানের পথে আলোর ঝর্ণাধারা অব্যাহত থাকে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top