১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

এইচএসসি পরীক্ষা ২০২৫, ধর্মপাশা ও মধ্যনগরে বংশীকুন্ডা কলেজ সেরা

জয়নাল আবেদীন জহিরুল, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জ জেলার ধর্মপাশা ও মধ্যনগর উপজেলার ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবারের ফলাফলে মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা কলেজ দুই উপজেলার মধ্যে সর্বোচ্চ পাশের হার অর্জন করে শীর্ষস্থান দখল করেছে।

প্রকাশিত ফলাফল অনুযায়ী, বংশীকুন্ডা কলেজের ৬২ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৭ জন পাশ করেছে। পাশের হার ৭৫ দশমিক ৮১ শতাংশ—যা দুই উপজেলার মধ্যে সর্বোচ্চ।

মধ্যনগর উপজেলার অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে লায়েছভূঁইয়া কলেজে পাশের হার ৬৯ দশমিক ১৫ শতাংশ (জিপিএ-৫ পেয়েছে ১ জন), আর মধ্যনগর বিশ্বেশরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজে পাশের হার ৬০ দশমিক ১১ শতাংশ।

অন্যদিকে ধর্মপাশা উপজেলার সামগ্রিক ফলাফল তুলনামূলকভাবে দুর্বল। সেখানে গড় পাশের হার মাত্র ২২ দশমিক ১৩ শতাংশ। ধর্মপাশা সরকারি কলেজে পাশের হার ২৬ দশমিক ০৫ শতাংশ (জিপিএ-৫ পেয়েছে ৩ জন), বাদশাগঞ্জ কলেজে ১৮ দশমিক ৯৭ শতাংশ এবং গোলকপুর হাজী আই. হাইস্কুল অ্যান্ড কলেজে মাত্র ৬ দশমিক ৬৭ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।

দুই উপজেলার গড় পাশের হার দাঁড়িয়েছে ৫৬ দশমিক ৪৭ শতাংশ, যেখানে মধ্যনগর উপজেলা এককভাবে এগিয়ে রয়েছে ৬৫ দশমিক ৭৪ শতাংশ পাশের হারে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মাহবুবুল কবীর বলেন, ধর্মপাশা ও মধ্যনগরের মধ্যে বংশীকুন্ডা কলেজ এবারে সেরা ফল করেছে। শিক্ষার্থীদের এই সাফল্য অন্যান্য প্রতিষ্ঠানের জন্য অনুপ্রেরণাদায়ক।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top