জয়নাল আবেদীন জহিরুল, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানার পুলিশের বিশেষ অভিযানে ছয় মাসের সাজাপ্রাপ্ত এক ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
থানা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে (১৬ অক্টোবর) মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিবুর রহমানের দিকনির্দেশনায় এএসআই মোঃ আব্দুর রউফ সঙ্গীয় ফোর্সসহ মধ্যনগর থানাধীন ০৪নং মধ্যনগর ইউনিয়নের পিপড়াকান্দা এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় নেত্রকোণা জেলার বারহাট্টা থানার মাদক মামলায় সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি স্বপন মিয়া (৪০)-কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত স্বপন মিয়া সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানার ফারুকনগর গ্রামের নজরুল ইসলামের ছেলে। তিনি বারহাট্টা থানাধীন মামলা নং ০৬(০৪)২২ ও জিআর নং ৮০/২২ মামলায় ০৬ (ছয়) মাসের সাজাপ্রাপ্ত আসামি ছিলেন।
ওসি মনিবুর রহমান জানান, অভিযান পরিচালনার মাধ্যমে দীর্ঘদিন পলাতক থাকা সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে মধ্যনগর থানা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তীতে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানার পক্ষ থেকে জানানো হয়েছে।