মোহাঃ রকিব উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
শিবগঞ্জ উপজেলার এইচএসসি ২০২৫ সালের ফলাফলে পুখুরিয়া মহিলা কলেজ আবারও শীর্ষস্থান অর্জন করেছে। এবার কলেজটি ৮৮.৬৪% পাশের হার নিয়ে উপজেলায় প্রথম স্থান অর্জন করেছে, যা চলতি বছরেও সর্বোচ্চ।
এই নিয়ে টানা ১৫ বছর ধরে শিবগঞ্জ উপজেলায় সর্বোচ্চ ফলাফলধারী শিক্ষাপ্রতিষ্ঠানের মর্যাদা ধরে রাখলো কলেজটি। কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, এই ধারাবাহিকতা ধরে রাখতে তাঁরা সবসময় শিক্ষার মান বজায় রাখার প্রতি অঙ্গীকারবদ্ধ।
কলেজের অধ্যক্ষ বলেন, “এই ফলাফল শুধু পুখুরিয়া মহিলা কলেজের নয়, বরং পুরো এলাকার গর্বের বিষয়। আমরা আমাদের শিক্ষার্থীদের সর্বোচ্চ সহযোগিতা দিয়ে আগামীতেও এই সাফল্য অব্যাহত রাখবো।”
এই অসাধারণ সাফল্যে কলেজের শিক্ষার্থী, অভিভাবক, এলাকাবাসী ও সচেতন মহলের মধ্যে ব্যাপক আনন্দ ও গর্বের সঞ্চার হয়েছে