১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালের মৃত্যুদণ্ড চাইল রাষ্ট্রপক্ষ

নিজস্ব প্রতিনিধি:

জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেছে রাষ্ট্রপক্ষ।

টানা পাঁচ দিনের যুক্তিতর্ক শেষে আজ বৃহস্পতিবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালের চরম দণ্ড (মৃত্যুদণ্ড) দাবি করেন।

তিনি ট্রাইব্যুনালে বলেন, “জুলাই গণঅভ্যুত্থানে ১,৪০০ ছাত্র-জনতা নিহত হয়েছেন। একজন মানুষকে হত্যার জন্য যদি একবার মৃত্যুদণ্ড দেওয়া হয়, তাহলে শেখ হাসিনাকে ১,৪০০ বার ফাঁসি দিতে হতো। তবে আইনগতভাবে তা সম্ভব নয়। তাই মানবতাবিরোধী অপরাধের দায়ে আমরা তার সর্বোচ্চ শাস্তির আবেদন করছি।”

চিফ প্রসিকিউটর আরও জানান, রাজসাক্ষী হিসেবে সাক্ষ্য দেওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিষয়ে সিদ্ধান্ত আদালতের ওপরই ছেড়ে দেওয়া হয়েছে।

তিনি বলেন, “এই মামলায় যদি চরম দণ্ড প্রদান করা হয়, তবে দেশের জনগণ ন্যায়বিচার পাবে।”

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top